Fiverr এ এই ৫টি কাজ ভুলেও করবেন না
আমরা অনেকেই Fiverr Market Place এ কাজ করি। কিন্তু ক'জনই বা যানি এই Market Place এর Terms and Condition অর্থাৎ সঠিক ব্যবহার।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো এমন ৫টি ভুল যা প্রতিনিয়ত করছেন। যে ভুল গুলোর কারনে Account Disabled হয়ে যেতে পারে বা, Sells Down হয়ে যেতে পারে।
তো চলুন আলোচনা করি।
প্রথম কারন টি হলো,
- বার বার Profile Image Change করা।
Fiverr থেকে কখনও বলে নি প্রোফাইল Image বার বার Change করা যাবে না। আপনার যত খুশি Image Change করতে পারেন। কিন্তু এটা করলে আপনার সব থেকে বড় সমস্যা Order Down এ নেমে আসবে। দেখুন আপনাকে মুলত একজন Buyer মনে রাখে Profile Picture মনে রাখার মাধ্যমে। যদি আপনার Profile Picture Change করে ফেলেন তবে পুরাতন Buyer রা আপনাকে কিভাবে মনে রাখবে। আর যখন মনে রাখবে না তখন কাজও দেবে না। এ জন্য এই ভুলটা বার বার করবেন না। প্রফাইল Image প্রথম থেকে একটাই দিয়ে রাখুন।
দ্বিতীয় কারন টি হলো,
- সাধারন কিছু প্রশ্নের উত্তরের জন্য Fiverr Help & Support এ Message করা।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা সাধারণ কোন কারনে Help & Support এ Message করে। তারা ভাবে Fiverr Team তো আমাদের হেল্প করার জন্য বসে আছে তবে তাদের কাছেই যানতে চাই। এই কাজটি যখনই করবেন অবশ্য উত্তর পাবেন কিন্তু সাথে সাথে আপনার Account এর দিকে তাদের দৃষ্টি পড়বে এবং যদি সাধারন কোন ভুল খুজে পায় তবে Account Disabled করে দিতে পারে।
আমরা অনেক ছোট ছোট ভুল করি যেটা Fiverr Robot ধরতে পারে না কিন্তু আপনি Help & Support এ যোগাযোগ করলে তারা অবশ্য সেই ভুল গুলো খুজে পাবে। তাই ভুলোও এত সরল হতে যাবেন না।
এবার বলি আপনার মনে আসা সাধারণ প্রশ্নের উত্তর গুলো যানার জন্য Fiverr Related অনেক Group রয়েছে সে সব Group এ প্রশ্ন করুন। ভুলেও Fiverr Team এর সামনে যাবেন না।
তৃতীয় কারন টি হলো,
- ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার।
আমাদের অনেকেই আছে যারা বায়ারের সাথে তর্ক বির্তকে জড়িয়ে যায়। এটি যে শুধু আমাদের কারনে হয় তা কিন্তু নয় অনেক বায়র আছে যারা সাধারণ বিষয় নিয়েও তর্ক বির্তক করে। অনেক সময় কাজ দিয়ে আবার কাজ Cancel করে দিতে বলে। তা যদি করতে রাজি না হন তা হলে রিপোর্ট করতে পারে অর্থাৎ সব সময় এটা মনে রাখতে হবে বায়ারদের রাগানো যাবে না। তাদের মন যুগিয়ে চলতে হবে। যদি তারা Cancel করতে বলে তবে সামান্য একটু বুঝাতে পারেন যে কি কারনে Cancel করতে হবে। আপনি তো সঠিক ভাবে কাজ করে দিতে পারছেন। তারপরও যদি না হয় তবে Cancel করে দিবেন।
কারন তারা যদি রাগ করে একটা রিপোর্ট করে দেয় তবে আপনার Account চিরদিনের মত হারাবেন। মনে রাখবেন একটা কাজ Cancel করা থেকে Account বাচানো সবথেকে বড় গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভুলেও বায়ারের সাথে ঝগড়ায় লিপ্ত হওযা যাবে না। তাহলে এতদিনের কষ্ট এক নিমেষে শেষ হয়ে যেতে পারে।
চতুর্থ কারন টি হলো,
- কাজ শেষে রিভিউ চাওয়া।
আমাদের অনেকেই আছে যারা কাজ জমা দেয়ার আগেই রিভিউ চেয়ে বসে। এই ভুলটা কখনও করবেন না। আগে কাজটা সঠিক ভাবে শেষ করে জমা দিন, দেখবেন কাজ যদি সঠিক হয় তবে এমনিতেই খুব ভালো রিভিউ পাবেন।
কিন্তু আপনি যদি রিভিউ চেয়ে নেন তাতে বায়ার ভালো রিভিউ দিলেও Fiverr যদি রিভিউ চাওয়ার বিষয় টা টের পায় তবে Account disabled করে দিবে একবারেই। তাই ভালো করে সার্ভিস প্রদান করার চেষ্টা করুন রিভিউ এমনি পাবেন।
শেষ কারন টি হলো,
- Buyer এর সাথে Personal Information Share করা।
এই কাজটি ভুলেও করবেন না। অনেকে রয়েছে যারা ক্লায়েন্টের সাথে Personal Information Share করে দেয় যাতে করে তার সাথে Permanent কাজ করতে পারে বা, Fiverr এর বাইরে কাজ নিতে পারে।
আবার অনেক সময় আছে Email Share করা লাগে Account এ Access নেয়ার জন্য। তারপর বায়ারের কোন Account এ কাজ করার জন্য User Information নেওয়া লাগে। মোট কথা যে কারনেই হোক Personal Information Share করা যাবে না।
কিন্তু কিভাবে এই প্রয়োজনীয় তথ্য গুলো নিবেন বা, দিবেন একমাত্র উপায় হচ্ছে কোন Image এর উপর লিখে দিবেন বা, এমন ভাবে Message এ দিবেন যাতে Fiverr এর রোবট ধরতে না পারে।
তো যাইহোক আজ যে পাঁচ টি কাজের কথা বল্লাম সেগুলো এড়িয়ে চলবেন তবে আপনার Account কখনও নষ্ট হবে না এবং ঠিকমতই অর্ডার পেতে থাকবেন। আর সবথেকে বড় কথা হলো আগে কাজ শিখুন এবং সঠিক ভাবে কাজ করুন যাতে করে Fiverr আপনার প্রতি খুশি হয়। তাহলে দেখবেন অর্ডারের অভাব হবে না।

Post a Comment