Fiverr অর্ডার না পাওয়ার সেরা ৫ টি কারন

 

ফাইবার অর্ডার কেন পাচ্ছেন না? কারন গুলো একসাথে।



আমরা যারা Fiverr Market Place এ কাজ করার উদ্দেশ্য নিয়ে একাউন্ট করি তাদের বেশিরভাগের একটাই সমস্যা অর্ডার পায় না। অনেক আশা নিয়ে এসব Market Place Account খুলে যদি কাজের ব্যবস্থা না হয় তবে ভিশন ক্ষতি হয়ে যায়। যাই হোক নতুন বা পুরাতন সবার জন্য আজ আমি আপনাদের যানাবো কি কি কারনে কাজ পাচ্ছেন না।

  •  Gig খুজে পাওয়া যায় না।

কেনও আপনার Gig খুজে পাওয়া যায় না সেটা কি কখনও ভেবেছেন। এটির প্রথম কারন Gig Title SEO Related হয় নি। Gig SEO Related না হলে কোন ভাবেই Gig খুজে পাওয়া যাবে না। অনেক সময় দেখবেন Gig Publish করার কয়েক দিনের মধ্যে কিছু Impression হয় কিন্তু আবার ডাউনে নেমে যায়। যদি Gig Rank এ না থাকে তবে Buyer এর Massage বা, Order কোন কিছু পাওয়া অসম্ভব। তো যদি Order এর আশা করেন তবে অবশ্য Research করে Gig তৈরি করুন যাতে করে Gig Publish করার পরই ১ থেবে ৫ Page এর মধ্যে Gig চলে আসে। 

  • Gig Image

আপনার Gig এর এমন Image দিয়েছেন যা দেখে Buyer আপনাকে কাজ দেওয়ার জন্য Confidence পায় না। মানে আপনি যে Image টা ব্যবহার করছেন তা Edit করে এমন অবস্থা বানিয়েছেন যা দেখলে মনে হয় যে আপনি মোটেও পরিপাটি না। তাই এমন একটি Gig Image ব্যবহার করতে হবে যেটা দেখতে Awesome লাগবে। Buyer কাজ দিতে Conference পাবে। একজন বায়ার Gig পছন্দ করে সুধু মাত্র Image এর উপর নির্ভর করে। আপনি নিজে একবার দেখুন সর্বপ্রথম Gig Image টাই চোঁখে পড়ে। তো বেশি বেশি অর্ডার পেতে Gig Image Perfect এবং Eye Catching করুন।


  •  Gig Tittle & Service Package

এই দুটি বিষয় অবশ্য মিল রাখতে হবে। আপনার Gig এর Title দিলেন Instagram Marketing এবং Service Package দিলেন অন্য বিষয়ের উপর, এমন হলে চলবে না। এই দুটি বিষয়ের সাথে মিল রেখে Gig তৈরি করতে হবে।

Package গুলোর মধ্যে রযেছে Basic, Standard, Premium এ গুলোর মধ্যে অতিরিক্ত কোন পার্থক্য দেওয়া যাবে না। Package ছাড়া এমন কিছু Add করা যাবে না যাতে বায়ার মনে করে দাম বেশি হলে আপনি Service ঠিক মত দেবেন। দামের সাথে সাথে Service এর পার্থক্য খুবই সামান্য রাখতে হবে। আর যদি আপনি নতুন Seller হন তবে 5/10 Dollars দিয়ে Basic শুরু করা ভালো। কিন্তু সব রকম কাজের জন্য 5/10 Dollars দিলে আপনার কাজের ডিমান্ড কমে যাবে। মোটামুটি যে Service দিবেন সে Related Gig দেখে ধারনা নিয়ে নিবেন যে কত Dollar এ কেমন Service প্রদান করা উপযুক্ত হবে।


  • FAQ (Frequently Asked Questions) 

FAQ বক্স এমন ভাবে সাজাবেন যাতে করে Buyer এর মনে আসা সাধারণ প্রশ্ন গুলোর উত্তর এক সাথে পেয়ে যায়। যখন আপনার Gig টি কোন Buyer কিনতে চায় তখন সাধারণ কিছু প্রশ্ন তার মনে চলে আসে। তো যদি সাধারণ প্রশ্ন এবং উত্তর গুলো FAQ Box এ দিয়ে রাখেন তবে Buyer কোন প্রশ্ন না করেই আপনাকে অর্ডার দিয়ে দেবে যে কোন একটি Package Select করে। তাই FAQ বক্স টি অবশ্যই কিছু Basic Questions দিয়ে রাখুন।
 

  •  Tags

একটা Gig এর Most Important Part হলো এই Tags বক্স। আপনার Gig টি Rank এ উটবে সুধু এই Tag গুলোর উপর নির্ভর করে। কোন Buyer যখন Order করার উদ্দেশ্য করে কোন Keyword দিয়ে Search করে তখন যদি আপনার Gig এর Keyword এর সাথে মিলে যায় তবে আপনার Gig টি তার সামনে চলে আসবে। আর তখন যদি Buyer Gig এ Click করে এবং উপরে উল্লেখিত সকল বিষয় ঠিক থাকে তবে অবশ্যই আপনার Gig এ Order করবে। যাইহোক এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে Tag গুলো কোথায় পাবেন? এক কথায় বলে দেই Tag গুলো পাবেন Service Related অন্য সব Gig গুলোর মধ্যে।

 

একটা Gig Create করার পূর্বে উপরে উল্লেখিত সকল বিষয় মাথায় রেখে Create করতে হবে। তাহলে Gig Rank ও করবে এবং সাথে Sell ও Generate হবে। তাই বলছি হতাশ না হয়ে পুনরায় Gig Create করুন এবং অপেক্ষা করুন অর্ডারের।

ধন্যবাদ!